Ads

কারবালার শোক স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল

কারবালার শোক স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল
ছবি সংগৃহীত।



নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষ্যে কারবালার শহীদদের স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে নগরের সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হয়ে শোক মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড়, আলকরণ এলাকা ঘুরে পুনরায় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেন, ১৪০০ বছর আগের এই দিনেই মানবতার ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায়ের পথে শহীদ হয়েছিলেন। আমরা সেই আত্মত্যাগকে স্মরণ করছি।

তাজিয়া মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে শিশু-বৃদ্ধরা। সবার পরনে ছিল শোকের প্রতীক কালো পোশাক। কেউ কেউ হাতে কালো পতাকা, পাঞ্জা ও ব্যানার নিয়ে ছিলেন।
মিছিলে আসা এহসান উদ্দিন বলেন, আমি গত ২০ বছর ধরে এই শোক মিছিলে অংশ নিচ্ছি। আমার সন্তানদেরও শেখাচ্ছি, কারবালার ঘটনা কেবল ধর্মীয় নয়, মানবতার শিক্ষা দেয়। হোসাইনের আত্মত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায়ের সঙ্গে আপস চলে না।

মিছিল ঘিরে নগরে ছিল নিরাপত্তা বলয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করে। মিছিলে স্বেচ্ছাসেবকরাও নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করেন।

ইমামবাড়ায় ফিরে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ হয়। কারবালার শহীদদের জন্য দোয়া চাওয়া হয় এবং জুলুমের বিরুদ্ধে অবস্থানের শপথ পুনর্ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।




Ads

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা
ছবি সংগৃহীত।
রাঙ্গুনিয়ায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। 
 
তার নাম মো. রাসেল (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
 



Ads

মেলখুম ট্রেইল ঘুরতে এসে প্রাণ গেলো দুই পর্যটকের

মেলখুম ট্রেইল ঘুরতে এসে প্রাণ গেলো দুই পর্যটকের
ছবি সংগৃহীত।


চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলর ঘুরতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে


বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গালিব (২২) এবং রিদয় (২২)। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। মঙ্গলবার রাত হওয়ার পর তারা না ফেরায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গালিব এবং রিদয়ের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে আনা হয়েছে।




Ads

রামুতে জলাবদ্ধতায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ৩ গ্রামের ৫ শ পরিবার

রামুতে জলাবদ্ধতায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ৩ গ্রামের ৫ শ পরিবার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের   রামু   উপজেলার   রাজারকুল   ইউনিয়নে   চলতি   বর্ষা   মৌসুমে   জলাবদ্ধায়   চরম   দূর্ভোগ   পোহাচ্ছে   ৩   টি   গ্রামের   ৫০০   পরিবার। এলাকার   জনপ্রতিনিধি   ও   ভুক্তভোগীরা   জানিয়েছেন -  রাজারকুল - চেইন্দা   সড়কের   পাশে   সরকারি   খাস   খতিয়ানভূক্ত   নালাটি   দখল   করে   প্রভাবশালীরা   স্থাপনা   নির্মাণ   করায়   এ   জলাবদ্ধতা   সৃষ্টি   হয়েছে। প্রশাসন   অভিযান   চালিয়ে   ওই   নালাটি   দখলমুক্ত   করে   পানি   চলাচলের   উপযোগি   করলে   ৩টি   গ্রামের   বাসিন্দারা   জলাবদ্ধতার   অভিশাপ   থেকে   মুক্তি   পাবে। এলাকার   ভুক্তভোগীদের   সাথে   আলাপ   করে   জানা   গেছে ,  চলতি   বর্ষা   মৌসুমের   শুরু   থেকে   রাজারকুল   ইউনিয়নের   ১   নাম্বার   ওয়ার্ডের   হাফেজ   পাড়া ,  হালদারকুল   ও   ধরপাড়ার   ৫   পরিবার   পানিবন্দী   হয়ে   পড়েছে। এ   কারণে   লোকজন   চলাচলে   চরম   দূর্ভোগের   শিকার   হচ্ছে।   পানি   জমে   থাকায়   অনেক   বাড়িতে   রান্নাবান্নার   কাজ   বিঘ্নিত   হচ্ছে। ভারী   বর্ষণ   হলে   চলাচলের   পথ   ডুবে   যাওয়ায়   অনেক   ছাত্রছাত্রী   শিক্ষা   প্রতিষ্ঠানে   যেতে   পারে   না।   আবার   জমে   থাকা   পানির   কারণে   রোগব্যাধিও   ছড়িয়ে   পড়ছে। রাজারকুল   ইউনিয়ন   পরিষদের   সদস্য   এরশাদ   উল্লাহ   জানান -  পানি   চলাচলের   নালাটি   অনেকে   দেয়াল   ও   বসত   ঘর   তৈরী   করে   দখল   করেছেন। এ   কারণে   পানি   সহসা   চলাচল   করতে   না   পারায়   জলাবদ্ধতা   সৃষ্টি   হয়েছে।   জনদূর্ভোগ   লাঘবে   তিনি   ব্যক্তিগত   উদ্যোগে   কিছুটা   সংস্কারও   করেছেন। তবে   পুরোপুরি   সুফল   পেতে   হলে   অবৈধ   স্থাপনা   উচ্ছেদ   করে   নালাটি   সংস্কার   করতে   হবে। এ   জন্য   রাজারকুল   ইউনিয়ন   পরিষদের   চেয়ারম্যান   মুফিজুর   রহমানের   সহায়তায়   তিনি   চেষ্টা   চালিয়ে   যাচ্ছেন। ওই   এলাকার   সাবেক   ইউপি   সদস্য   ছৈয়দ   নুর   জানিয়েছেন -  সাম্প্রতিক   সময়ে   একাধিক   প্রভাবশালী   ব্যক্তি   নালাটি   দখল   করে   স্থাপনা   নির্মাণ   করেছেন। পাশাপাশি   যথাসময়ে   নালাটি   পরিস্কার   পরিচ্ছন্ন   ও   সংস্কার   না   করায়   চলতি   বর্ষা   মৌসুমে   পানি   চলাচল   ব্যাহত   হচ্ছে। ফলে   রাজারকুল   ইউনিয়নের   ধরপাড়া ,  হাফেজপাড়া   ও   হালদারকুল   গ্রামের   হাজারো   মানুষ   পানিবন্দী   হয়ে   পড়েছে। পানিতে   একাকার   হওয়ায়   রাজারকুল - চাকমারকুল   সংযোগ   সেতুর   সংযোগ   সড়কের   পাশে   গ্রামে   অগিললিও   ডুবে   গেছে। এ   কারণে   চাকমারকুল ,  রাজারকুল   ও   দক্ষিণ   মিঠাছড়ি   ইউনিয়নের   হাজারো   মানুষ   চলাচলে   চরম   দূর্ভোগের   শিকার   হচ্ছে। রামু   উপজেলা   নির্বাহী   অফিসার   মো .  রাশেদুল   ইসলাম   জানিয়েছেন -  নালা   দখল   করে   জনদূর্ভোগ   সৃষ্টির   বিষয়টি   তিনি   জেনেছেন। এ   ধরনের   কাজে   জড়িতদের   বিরুদ্ধে   ব্যবস্থা   নেয়া   হবে।   বিষয়টি   সমাধানের   জন্য   উপজেলা   সহকারি   কমিশনার ( ভূমি )  কে   নির্দেশ   দিয়েছেন।   সহসা   তিনি ( এসিল্যান্ড )  ওই   এলাকায়   যাবেন।



দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি