ক্ষমতাচ্যুত খাগড়াছড়ি পরিষদ চেয়ারম্যানের অফিস থেকে টাকা উদ্ধার

খাগড়াছড়িজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে৮ লাখ ৮২ হাজার৬০০ টাকা উদ্ধার করেছেপরিষদ কর্তৃপক্ষ।
বুধবার (৯ জুলাই ) দুপুরে নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানেরকক্ষ পরিদর্শন করেন। এ সময় একটিড্রয়ার খুলতেই এই নগদ টাকারসন্ধান পাওয়া যায়।
খাগড়াছড়িজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো . আব্দুল আলমাহফুজ বলেন , টাকাগুলো গণনার পর দেখা যায়মোট ৮ লাখ ৮২হাজার ৬০০ টাকা রয়েছে।টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করা হয়েছে এবংসরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়াচলছে।
টাকাউদ্ধারের বিষয় নিয়ে নতুনঅস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন , আমরা বিষয়টি আইনানুগভাবেনিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজনেওয়া হবে।
শিশুমৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা , লাখ টাকা জরিমানা
এর আগে গত শনিবারখাগড়াছড়ি জেলা পরিষদের ১৪জন সদস্য সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি , স্বজনপ্রীতি , শিক্ষক বদলি বাণিজ্য ওঠিকাদারদের কাছ থেকে ঘুষনেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়েলিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয়তাকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশদেয়।