নিখোঁজের পর ডোবায় মিলল যুবলীগ নেতার লাশ

নিখোঁজের সাড়ে ১৩ ঘন্টা পর উখিয়া উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য কামাল হোসেনের লাশ পার্শ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। ৮ জুলাই বেলা ১ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার স্থানীয় একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কামাল মেম্বার ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। ইনানী পুলিশ ফাঁড়ির উপ - পরিদর্শক ( এসআই ) দুর্জয় চন্দ্র সরকার জানান , খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেছে। ঘটনার সঠিক তথ্য এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত কামাল হোসেন দুর্জয় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। নিহতের পরিবারের সদস্যদের বরাতে দুর্জয় সরকার জানিয়েছেন , সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তা খুলে মরদেহ পায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করে। মর্মান্তিক ঘটনায় কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির সূত্র ধরে এলাকাবাসী মনে করছে , ব্যক্তিগত শত্রুরাই এমন ঘটনা ঘটাতে পারে। মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য , এর আগেও নিহত কামাল হোসেনের ছোট ভাই জসিম উদ্দিনকে হত্যা করা হয়।