Ads

কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত।


কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়াস্থ সৈকতে মরদেহটি ভেসে আসে।

খবর পেয়ে মরদেহটি শনাক্ত করেছেন আসিফের বড় ভাই। তিনি বগুড়া জেলার দক্ষিণ নারুলীর রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ‘শহরের সমিতিপাড়ার সৈকতের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে নিহত আসিফের বড় ভাই এসে মরদেহটি শনাক্ত করেন।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্রকে উদ্ধারে অভিযান চলছে।’

এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল স্রোতেন টানে তলিয়ে যান চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তারা হলেন—অরিত্র হাসান, আসিফ আহমেদ ও কে. এম. সাদমান রহমান সাবাব।

মঙ্গলবার সকালেই সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। সাবাবের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে। আজ (বুধবার) সকালে উদ্ধার করা হয়েছে আসিফের মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামে আরো এক শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে।

এদিকে প্রতিভাবান তিন তরুণের এমন মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশাপাশি সহপাঠীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

 




Ads

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা
ছবি সংগৃহীত।
রাঙ্গুনিয়ায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। 
 
তার নাম মো. রাসেল (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
 



Ads

টানাবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি, পাহাড়ধসেরআশঙ্কা

টানাবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি, পাহাড়ধসেরআশঙ্কা
ছবি সংগৃহীত।

টানাভারীবর্ষণেরপ্রভাবস্পষ্টহয়েউঠেছেতিনপার্বত্যজেলায়।কয়েকদিনেরবৃষ্টিপাতপাহাড়িঢলেরাঙামাটিরকাপ্তাইহ্রদেরপানিরস্তরবেড়েচলেছে।বেড়েছেবিদ্যুৎউৎপাদনও।একইসঙ্গেবেড়েছেপাহাড়েরপাদদেশেঝুঁকিপূর্ণভাবেবসবাসকারীমানুষদেরমধ্যেপাহাড়ধসেরআশঙ্কা।

কাপ্তাইপানিবিদ্যুৎকেন্দ্রসূত্রেজানাগেছে , বুধবার (জুলাই ) সকাল১০টাপর্যন্তকাপ্তাইহ্রদেরপানিরস্তরদাঁড়িয়েছে৯৫ .৮৭এমএসএল , যেখানেস্বাভাবিকস্তরথাকে৮৫এমএসএল।তবেকাপ্তাইহ্রদেরসর্বোচ্চধারণক্ষমতা১০৯এমএসএলপর্যন্ত।সাধারণত১০৬বা১০৭এমএসএলঅতিক্রমকরলেইপানিছেড়েদেওয়ারপ্রয়োজনহয়।

এদিকেপানিরস্তরবেড়েযাওয়ায়কাপ্তাইপানিবিদ্যুৎকেন্দ্রের৪টিইউনিটথেকেগত২৪ঘণ্টায়১৭২মেগাওয়াটবিদ্যুৎউৎপাদিতহয়েছে।  

বিদ্যুৎকেন্দ্রেরব্যবস্থাপকমাহমুদহাসানজানিয়েছেন , হ্রদেরপানিরপরিমাণআরওবাড়লেবিদ্যুৎউৎপাদন৫টিইউনিটেবাড়িয়েসর্বোচ্চ২২০থেকে২৪০মেগাওয়াটপর্যন্তনিয়েযাওয়াসম্ভব।

অন্যদিকে , টানাবর্ষণেকাপ্তাইউপজেলারবিভিন্নপাহাড়িএলাকায়পাহাড়ধসেরঝুঁকিবাড়ছে।বিশেষকরেনতুনবাজারঢাকাইয়াকলোনি , আফসারেরটিলা , ওয়াগ্গা , চিৎমরমএবংরাইখালীইউনিয়নেরবহুপরিবাররয়েছেবিপদেরমুখেরয়েছে।

 

সরেজমিনেগিয়েস্থানীয়বাসিন্দারাজানান , বছরেরপরবছরধরেঝুঁকিপূর্ণস্থানেবসবাসকরলেওএখনওকোনোকার্যকরপুনর্বাসনহয়নি।তাদেরঅভিযোগ , সরকারআশ্রয়ণপ্রকল্পেরঘরদেওয়ারপ্রতিশ্রুতিদিলেওতাবাস্তবেরূপপায়নি।বর্ষাএলেইশুধুনিরাপদআশ্রয়েরকথাবলাহয় , কিন্তুদীর্ঘমেয়াদিকোনোব্যবস্থানেওয়াহয়না।তারাবাধ্যহয়েঝুঁকিনিয়েবসবাসকরছেন।

এদিকে , উপজেলাপ্রশাসনঝুঁকিপূর্ণবসবাসকারীদেরনিরাপদস্থানেসরিয়েনিতেপ্রচার -প্রচারণাশুরুকরেছে।প্রশাসনেরএকাধিকসূত্রজানিয়েছে , বৃষ্টিপাতঅব্যাহতথাকলেপাহাড়ধসেরঝুঁকিআরওতীব্রহতেপারে।

 




Ads

মেলখুম ট্রেইল ঘুরতে এসে প্রাণ গেলো দুই পর্যটকের

মেলখুম ট্রেইল ঘুরতে এসে প্রাণ গেলো দুই পর্যটকের
ছবি সংগৃহীত।


চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলর ঘুরতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে


বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গালিব (২২) এবং রিদয় (২২)। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। মঙ্গলবার রাত হওয়ার পর তারা না ফেরায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গালিব এবং রিদয়ের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে আনা হয়েছে।



দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি