‘আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন’

বিনোদন ডেস্ক
নিউ ইয়র্কে টকশো নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান; সেখানেই প্রথম অতিথি হিসেবে অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ। যেখানে অভিনেত্রী তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা করেন।
সেখানে এক পর্যায়ে জায়েদ খান তাকে প্রশ্ন করেন, ‘কোনো সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিলে?’—উত্তরে তানজিন তিশা বলেন,‘আমার এক সিনিয়র সহকর্মী কোনো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনে বলেছে, ও (তানজিন তিশা) যদি অ্যাওয়ার্ডটা নেয় তাহলে আমি (সহকর্মী) অ্যাওয়ার্ড নেব না। মানে আমি অ্যাওয়ার্ড নিলে তিনি নেবেন না।’
তানজিন তিশা বলেন, ‘এটা নিয়ে আগে কখনো বলিনি, প্রথমবারের মতো বিষয়টা নিয়ে বলছি। মানে আমি অ্যাওয়ার্ড নিলে তিনি নেবেন না। এরপর তিনি আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়েছেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয় যে, তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না। এরপর দেখি, ওই দুইটা অ্যাওয়ার্ডটাই তিনি নিয়েছে।’
তানজিন তিশা আরও বলেন, ‘হয়তো তিনি ডিজার্ভ করে- তিনি দুইটা অ্যাওয়ার্ডই পাবেন, এটা চিন্তা করেছেন বলে নিয়েছে। আমি প্রত্যেকটি কো-আর্টিস্ট, কলিগদের ভালো জানি; ভালো জানতে চাই। এটা না যে আমি ওপর দিয়ে বলছি, তুমি আমার ভালো বন্ধু, আমি যেটা মনে করি, সেটা আমার চেহারাতেই বোঝা যায়। সে জায়গা থেকে আমি শকড, তবে ঠিক আছে। তিনি মনে করেছে দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য, ভালো তো!’