Ads

বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা, কারণ কী

বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা, কারণ কী
ছবি সংগৃহীত।


বিনোদন ডেস্ক

পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল। চোখে কালো রঙের সানগ্লাস। হাতে ছিল ব্যাগ। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে এমন বেশেই নামেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু চোখে কালো চশমা পরে থাকলেও তিনি লুকিয়ে রাখতে পারেননি তার অশ্রু। বিমানবন্দরে অঝোরে কাঁদলেন এই অভিনেত্রী।
 রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনাটি কবেকার তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভালো নেই অভিনেত্রীর। অঝোরে কাঁদতে কাঁদতেই প্রবেশ করছেন তিনি। পেছনে ছিলেন তার দেহরক্ষী।
নোরাকে দেখেই ছুটে আসেন ফটোগ্রাফাররা ও কয়েকজন অনুরাগী। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক অনুরাগী নোরার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকটা এগিয়ে যান। সেই সময়ে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট বলে দেয়, নোরার মন ভালো নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনো মানুষকে হারিয়েছেন অভিনেত্রী


এদিকে বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস্‌’। সিরিজে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেন নোরা।




Ads

মুখ ঢেকে বাজারে গিয়ে বলি, ‘এটার দাম কত’

মুখ ঢেকে বাজারে গিয়ে বলি, ‘এটার দাম কত’
ছবি সংগৃহীত।


বিনোদন ডেস্ক

দীর্ঘ এক যুগ ধরে শোবিজে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি—তিনটি মাধ্যমেই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন; ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন মৌসুমী।
সম্প্রতি মৌসুমী অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে। এছাড়া আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’, যেখানে যৌনপল্লীর প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি গল্পে অভিনয় করেছেন তিনি।

মৌসুমীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি সাধারণ বাজার থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন। শপিং মল নয়, বরং কাঁচাবাজারই তার পছন্দের জায়গা। সময় সুযোগ পেলেই স্বামীর সঙ্গে বাজারে যান তিনি।
বাজারে নিয়ে গেলে তার স্বামী তাকে কি কিনে দেয়, সে প্রসঙ্গে অভিনেত্রী মজার ছলেই বলেন, ‘এইতো- আলু, পেঁয়াজ, মাছ, মুরগি।’ আরও জানান, মৌসুমী নিজেও নাকি বাজারে যেয়ে কেনেন এসব।
কথা প্রসঙ্গে মৌসুমী হামিদ এও বলেন, ‘দামাদামিটা আমি কম জানি, তোমাদের ভাইয়া বার্গেইনটা বেশিই জানে। ৫০০ টাকার কোনোকিছু ৫০ টাকা বলবে।’

ভ্যান কিংবা ফুটপাতের মতো জায়গা থেকেও কেনাকাটা করেছেন মৌসুমী হামিদ। সেখান থেকে কীভাবে কেনেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মুখ-টুখ বেঁধে, মাস্ক পড়ে, হিজাব বেঁধে একদম খালাদের মতো বলি- মামা এইডা কয় টাকা। যদি বলে ৫০০, তখন বলি ২০০-৩০০। কিন্তু খুব বেশি ওইটা (দামাদামি) পারি না, অল্প অল্প; যতটুকু পারি, ইদানিং শিখতেছি আরকি।’

সঙ্গে এও জানান, অল্প দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর সেগুলো কেনাও হয়েছে।

 

উল্লেখ্য, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্সআপ হওয়ার পর থেকেই টিভি নাটক ও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কাজ করছেন। খালিদ মাহমুদ মিঠুর নাটক ‘বাংলা আমার মাতৃভাষা’-তে প্রথম অভিনয় করলেও, মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিয়োগফল’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় মূলধারায় যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।




Ads

‘আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন’

‘আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন’
ছবি সংগৃহীত।

বিনোদন ডেস্ক


নিউ ইয়র্কে টকশো নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান; সেখানেই প্রথম অতিথি হিসেবে অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ। যেখানে অভিনেত্রী তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা করেন।


সেখানে এক পর্যায়ে জায়েদ খান তাকে প্রশ্ন করেন, ‘কোনো সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিলে?’—উত্তরে তানজিন তিশা বলেন,‘আমার এক সিনিয়র সহকর্মী কোনো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনে বলেছে, ও (তানজিন তিশা) যদি অ্যাওয়ার্ডটা নেয় তাহলে আমি (সহকর্মী) অ্যাওয়ার্ড নেব না। মানে আমি অ্যাওয়ার্ড নিলে তিনি নেবেন না।’

তানজিন তিশা বলেন, ‘এটা নিয়ে আগে কখনো বলিনি, প্রথমবারের মতো বিষয়টা নিয়ে বলছি। মানে আমি অ্যাওয়ার্ড নিলে তিনি নেবেন না। এরপর তিনি আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়েছেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয় যে, তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না। এরপর দেখি, ওই দুইটা অ্যাওয়ার্ডটাই তিনি নিয়েছে।’

 

তানজিন তিশা আরও বলেন, ‘হয়তো তিনি ডিজার্ভ করে- তিনি দুইটা অ্যাওয়ার্ডই পাবেন, এটা চিন্তা করেছেন বলে নিয়েছে। আমি প্রত্যেকটি কো-আর্টিস্ট, কলিগদের ভালো জানি; ভালো জানতে চাই। এটা না যে আমি ওপর দিয়ে বলছি, তুমি আমার ভালো বন্ধু, আমি যেটা মনে করি, সেটা আমার চেহারাতেই বোঝা যায়। সে জায়গা থেকে আমি শকড, তবে ঠিক আছে। তিনি মনে করেছে দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য, ভালো তো!’




Ads

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান
ছবি সংগৃহীত।


বিনোদন ডেস্ক

ঢালিউড কিংবা টলিউড— এখন দুই বাংলাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতা, আবার কখনো ঢাকা— সিনেমার প্রচার ও শুটিং নিয়েই দৌড়াদৌড়ি তার


তবে কাজের ব্যস্ততার ফাঁকেও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী; তা জানান দিয়েছেন বহুবার। কখনো নানা জাতের সবজি চাষ করছেন, আবার কখনও ফল! বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ।

নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান; প্রায়ই সেখান থেকে ধরা দেন অভিনেত্রী। রোববার সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউজের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে। তাতে দেখা যায়, পেঁপে, পিচফল এর মতো গাছ ও তার ব্যাপক ফলন!


দেখা যায়, পেঁপের গাছের পাশে সবুজ পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় জয়াকে। আর থেকে দেখে মুগ্ধ ভক্তরাও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য; আমার ছোট্ট ফার্ম নিয়েই আমি সুখী!’
উল্লেখ্য, কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা ও ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এসেই খামারে সময় কাটাতে দেখা গেল তাকে। অন্যদিকে কিছু প্রেক্ষাগৃহে একযোগে চলছে জয়া আহসানের দুটি ছবি—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি চলচ্চিত্রেই রয়েছে তার প্রশংসনীয় অভিনয়। 



দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি